জাতীয় প্রেস ক্লাবের সভাপতি পদে ফের নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।
শনিবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ভোট শেষে রাত ৮টার দিকে জানা যায় এ ফল।
ফরিদা ইয়াসমিন ৫৬৭ ভোট পেয়ে বিপুল ব্যবধানে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কামাল উদ্দিন সবুজ পেয়েছেন মাত্র ৪০১ ভোট। শ্যামল দত্ত ৪৯৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইলিয়াস খান পেয়েছেন ৪৭৪ ভোট। সভাপতি ও সাধারণ সম্পাদক কে অভিনন্দন জানিয়েছেন খুলনার ডুমুরিয়া
প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সহ সভাপতি আব্দুর রশিদ এলিন,
সহ সাধারণ সম্পাদক উদয় চক্রবর্তী, অর্থ সম্পাদক এস রফিক, সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রশিদ বাচ্চু,
দপ্তর সম্পাদক আব্দুল মজিদ, নির্বাহী সদস্য এম এ এরশাদ, এনামুল বাসার টিটোও সুজিত মল্লিক প্রমুখ।।