শ্যামনগর ও কালিগঞ্জ প্রবাহমান আদী যমুনা পুন:খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন বলেন
জলাবদ্ধতা দীর্ঘদিনের একটি সমস্যা। এ সমস্যা নিরসনে কাজ করছে সরকার।
জলাবদ্ধতা সমস্যা বর্তমানে যথেষ্ঠ কমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘দায়িত্ব নিয়ে সবাই কাজ করলে এ সমস্যা থেকে পুরোপুরি বের হয়ে আসতে পারবো।
২ জানুয়ারি সোমবার বেলা ১২ টায় শিমু রেজা কলেজ সংলগ্ন যমুনা খাল পুন:খনন কার্যক্রম উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন।
এ প্রকল্পের আওতায় ১৬ কিলোমিটার আদি যমুনা খনন করা হবে। এতে পরিবেশের ভারসাম্য ফিরে আসবে এবং জীববৈচিত্র্য রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে।
যমুনা নদীর নব্যতা হারিয়ে যাওয়ার কারণেঘ রবাড়ি তুলে এবং ধান ও মৎস্য চাষের মাধ্যমে দখলও হয়ে গিয়েছে এ কারণে জলাবদ্ধতা দেখা দেয় সাতক্ষীরা জেলার কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলায়।তাই জলাবদ্ধতা দূর করতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পানি উন্নয়ন বোর্ড যমুনা নদী খননের উদ্যোগ নিয়েছে।ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু সভাপতিত্বে।
উপ-সহকারী প্রকৌশলী , কালিগঞ্জ তন্ময় হালদার। ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি বাবুল মিয়া। দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড, কালিগঞ্জ কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী, ইস্থানিয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।