সাতক্ষীরার শ্যামনগরে চেয়ারম্যান এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। ০৫ নভেম্বর (শনিবার) সন্ধা ৬ টার সময় শ্যামনগর উপজেলার সোনার বাংলা কমপ্লেক্স সেমিনার রুমে উপজেলার ইউপি চেয়ারম্যানদের উপস্থিতিতে অত্র পরিষদের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত চেয়ারম্যানদের সর্বসম্মতিক্রমে সাতাক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাড এস এম জহুরুল হায়দার বাবুকে চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান ও ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি এম শোকর আলীকে সম্পাদক করে কমিটি গঠন করা হয়। নব গঠিত কমিটির উপদেষ্ঠা হিসেবে মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অসীম কুমার মৃধা এবং গাবুরা ইউ পি চেয়ারম্যান জি এম মাসুদুল আলমকে মনোনীত করা হয়। নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, যুগ্ন সাধারন সম্পাদক আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ (বাবু), কোষাধাক্ষ বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, ক্রিড়া বিষয়ক সম্পাদক পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান মো: আমজাদুল ইসলামকে আলোচনা সাপেক্ষে সিলেকশনের মাধ্যমে উক্ত কমিটিতে মনোনীত করা হয়েছে । আগামী ৫ বছরের জন্য অত্র কমিটি মেয়াদ ঘোষিত হয়।