সাতক্ষীরার শ্যামনগরে বৃষ্টি সময় ঘরের চালে উঠতে গিয়ে মই থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু। মৃত ব্যক্তি হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ধানখালী গ্রামের মৃত বিষ্ণুপদ মন্ডলের ছেলে তেজেন্দ্রনাথ মন্ডল (৬৫)। শনিবার সন্ধ্যায় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ধানখালী গ্রামে ঘটনাটি ঘটে।
নিহতের ছেলে দেবরঞ্জন জানান বৃষ্টির পানি ঘরের মধ্যে চলে আসছিল বলে তার পিতা মই দিয়ে চালে উঠছিলেন। পাশে কেউ না থাকার সুযোগে মইসহ তিনি পাশের পাঁচিলের উপর পড়ে মারাত্বকভাবে আহত হন। তাৎক্ষনিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলেও রাত নয়টার দিকে তার মৃত্যু হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল আজিজ বলেন বুকে ও মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার কারনে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা রাতেই মৃতদেহ বাড়িতে নিয়ে যায়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান ঘরের চাল থেকে পড়ে একজন ব্যক্তির মৃত্যুর খবর তারা শুনেছেন। তবে কেউ কোন অভিযোগ করেনি।