টাঙ্গাইলের গোপালপুরে জনতার হাতে ফিরোজ (৩৫) নামে এক ভুয়া সেনাকর্মকর্তা আটক হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ভূঞাপুর উপজেলার বাহাদীপুর গ্রামের জাবেদ আলীর ছেলে।
জানা যায়, কয়েক বছর ধরেই ফিরোজ মিয়া এলাকাবাসীর কাছে নিজেকে সেনাকর্মকর্তা পরিচয় দিয়ে আসছে। তিন বছর আগে মোহনপুর গ্রামের কয়েকজনকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়। বৃহস্পতিবার দুপুরে সে ওই এলাকায় এসে লোকজনকে চাকরী দেওয়ার কথা বলে। তখন স্থানীয়রা তাকে চিনতে পেরে আটক করে পুলিশে দেয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, ভুয়া সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দেওয়ার অভিযোগে জনতার হাতে আটক হওয়া যুবককে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।