আজীবন বিশ্বস্ত প্রতিপাদ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড টাঙ্গাইলের গোপালপুরে ব্যবসা উন্নয়ন সভা করেছে। শনিবার (১৮ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের পোস্ট অফিস সংলগ্ন রোকেয়া টাওয়ারের দ্বিতীয় তলায় “গোপালপুর সদর সার্ভিসিং সেল” মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অফিস ইনচার্জ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (ডি.জি.এম) মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আই.পি.এল গোলাপ প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর মোঃ নুরুল ইসলাম খান।
এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এ.জি.এম) মোঃ সেলিম হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, পৌর কাউন্সিলর হীরা শেখ, মানবাধিকার কমিশনের উপজেলা সভাপতি হাজী আজমল আলী খান, অবসরপ্রাপ্ত সার্জেন্ট নাসির উদ্দিন, হোমল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রগতির ব্রাঞ্চ ম্যানেজার আশরাফুজ্জামান রাসেল, ব্রাঞ্চ ম্যানেজার সোহানুর রহমান সোহাগ, ইউনিট ম্যানেজার জাকির হোসেন প্রিন্স প্রমূখ।
এ সময় বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী, জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফিরোজ আহমেদ, ব্রাঞ্চ ম্যানেজার রফিকুল ইসলাম, হাফিজা পারভীন ও মোখলেছুর রহমান, ইউনিট ম্যানেজার খন্দকার শরিফ, আঃ করিম, দিনা খাতুনসহ প্রগতি লাইফ ইন্সুরেন্সের একঝাঁক নিরলস কর্মকর্তা, কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।