টাঙ্গাইলের গোপালপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে হামলা, ভাঙ্চুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দেশীয় অস্ত্র দিয়ে সাগর আহাম্মেদকে (১৭) কুপিয়ে রক্তাক্ত জখম করে দোকান লুটপাট করা হয়েছে। বুধবার ওই ছেলের বাবা সোহেল রানা বাদী হয়ে অজ্ঞাতসহ ১২জনকে আসামী করে গোপালপুর থানায় এজাহার দিয়েছেন। উপজেলার লক্ষীপুর বাজারে এসএল উচ্চ বিদ্যালয়ের গেইটসংলগ্ন সোহেল কসমেটিক্স এন্ড টেলিকমের ভিতরে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার পঞ্চাশ, চকসোনামুনি ও শাপলাবাড়ী গ্রামবাসীর সাথে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাদের যাতায়াতের অন্যতম মাধ্যম লক্ষীপুর বাজার। গত মঙ্গলবার সন্ধ্যায় বিরোধের সূত্র ধরে লক্ষীপুর বাজার এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করে। এ সময় পঞ্চাশ গ্রামের আল আমিন, খাজা, কায়সার, দুলাল, হামজা, সাকিল, জনি, রিপন, মুকুল ও আসিফসহ অজ্ঞাতনামা আরোও ৩০/৩৫ জন দেশীয় অস্ত্র রাম দা, চায়নিজ কোড়াল, চাপাতি, লোহার রড, কাঠের চালা ইত্যাদি লইয়া সোহেল রানার দোকানে হামলা চালিয়ে ভাঙ্চুর ও লুটপাট করে। দোকানে তার ছেলে সাগরকে একা পেয়ে পিটিয়ে আহত করে।
ব্যবসায়ী সোহেল রানা জানান, হামলাকারীরা দোকান থেকে বিকাশ ব্যবসার চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা ও ফেক্সিলোডের ৩ টি মোবাইল নিয়ে যায়। এ ছাড়াও ফ্রীজ, ফটোকপির মেশিন, সুকেজ, চেয়ার টেবিলসহ দোকানের বেড়ার টিন ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। আহত ছেলের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে খুন জখমের ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যায় তারা। পরে সাগরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
থানার ওসি মোশারফ হোসেন জানান, অভিযোগ সরেজমিন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।