শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ব্রতী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ৩০০ (তিনশত) শিশুর মাঝে ৩২০০ (তিন হাজার দুইশত) টাকা করে মোট ৯,৬০,০০০ (নয় লক্ষ ষাট হাজার) টাকা প্রদান করেন। বৃহস্পতিবার বিকেল চার ঘটিকায় ডুমুরিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ব্রতীর আয়োজনে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে এই অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রতীর একাউন্ট এন্ড এডমিন অফিসার জনাব মোঃ সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, উপজেলা লেডিস ক্লাবের সভাপতি ও শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজের অধ্যাপক, জনাব জেরিন আক্তার, গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি, এম, মাছুদুল আলম ইউপি সদস্য জি, এম, আবিয়ার রহমান, জি, এম, মুনজুর হোসেন, ফরিদা পারভীন প্রমূখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, ব্রতীর সিনিয়র এনিমেটর আবু তালেব সাগর।
অতিথিবৃন্দ ব্রতীর শিশু সুরক্ষা প্রকল্প সহ ভাসমান স্বাস্থ্য সেবা প্রকল্পের সকল কার্যক্রমে সন্তষ্ট প্রকাশ করে বলেন, ব্রতী ২০০৯ সাল থেকে দুর্গম এলাকায় হতদরিদ্র পিছিয়ে পড়া মানুষের কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছে, আমরা তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। এবং এই ব্যপ্তি আরো বৃদ্ধি করে মানুষের জন্য আরো বেশি কাজ করুক সেই প্রত্যাশা ব্যক্ত করেন।