গাজীপুরের কালীগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দি অজ্ঞাত শিশুর মৃতদেহ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে উপজেলার জামালপুর ইউনিয়নের মেন্দিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিন পাশের পুকুরে।
গতকাল শনিবার (২৫ মার্চ) সকালে স্থানীয়রা পুকুরে র্দূগন্ধযুক্ত একটি বস্তা ভাষতে দেখতে পায়। বিষয়টি তাদের সন্দেহ হলে স্থানীয় ইউপি সদস্যকে অবগত করেন। পরে ইউপি সদস্য বজলুর রহমান মোবাইল ফোনের
মাধ্যমে বিষয়টি কালীগঞ্জ থানাকে অবহিত করেন।
খবর পেয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুর রহমান সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। মৃতদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট করেন। তিনি জানান, শিশু মেয়িেটর বয়স আনুমানিক ১৪ বছর।তার গায়ে লাল রংঙ্গের কামিজও হাফপেন্ট পরাছিল। পরে মৃতদেহটি ময়না তদন্তের জন্য গাজীপুর তাজউদ্দীন মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ,কাপাসিয়া (সার্কেল) উখিংমে জানান অজ্ঞাত শিশু মেয়েটির মৃতদেহ বস্তাবন্দি অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। এবং তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।