একজন রাষ্ট্রনায়ক, একজন খোকা অজপাড়া গাঁয়ে জন্ম নেওয়া একটা শিশু যার স্বপ্ন মানুষের মুক্তি একটি স্বাধীন স্বার্বভৌমত্ব দেশ একটি জাতি কে সকল জাতিভেদ ভুলে মানুষ কে একটা পরিচয় দেওয়ায় যার নাম বাঙালি জাতি। সেই জাতিকে একটা সুন্দর সোনার বাংলা উপহার দেওয়া সেই ছোট খোকা শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু অবশেষে বাঙালি জাতির পিতা, একটি দেশের নির্মাণ কারিগর আজ তার শুভ জন্মদিন, তোমার কর্মে তুমি মহিয়মান আজীবন। তোমার আদর্শ তোমার চেতনা বাস্তয়বায়ন করতে পারলেই শুধু একটি সোনার বাংলা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া সম্ভব। সারা পৃথিবীতে একটা দেশ দেখাতে পারবেন আপনারা যার শেষে দেশ লেখা আছে। সেটা শুধুমাত্র আমাদের বাঙালি জাতির আছে, যার নাম বাংলাদেশ। যে দেশের স্বপ্নদ্রষ্টা একজন বাঙালি মানুষ তোমার কর্মে তুমি রবে চিরকাল সারবিশ্বে একজন একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিব হয়ে। শেখ মুজিব রা যুগে যুগে একজন হয়, তার কোন মৃত্য হয় না। তাদের শুধু দর্শন হয়, যেটা নিয়ে শুধু গবেষণা করা যায়। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারাবিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। ভালো থাকুক আমার মা মাটি মাতৃভূমির সকল মানুষ। এটাই হোক প্রার্থনা। আজকের এই শুভ দিনে।