জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ খুলনা বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মুহাম্মাদ আব্দুল মান্নান।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ এর সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের আয়োজনে ২৭মে শনিবার খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফিরোজ শাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এর উপ-পরিচালক (কলেজ) এস কে মোস্তাফিজুর রহমান, উপ-পরিচালক (মাধ্যমিক) খন্দকার রহুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষকগণ, বিভিন্ন জেলা শিক্ষা অফিসার, খুলনা বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ সহ শ্রেষ্ঠ শিক্ষার্থীরা বৃন্দ।
ড. মুহাম্মাদ আব্দুল মান্নান ২০০২ সালে কাশিমাড়ি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৫ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন শত বছরের স্মৃতি বিজড়িত শিক্ষা প্রতিষ্ঠান নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে। তিনি উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের মুহাম্মদ আব্দুল মজিদ ও মোছাঃ সায়দুন নেছার চার সন্তানের মধ্যে তিনি ১ম সন্তান। তার স্ত্রী মোছাঃ শরীফা আক্তার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি দুই সন্তানের জনক প্রথম সন্তান মোছাঃ নাওশীন জান্নাত উপমা ৮ ম শ্রেণিতে ও ছেলে শরীফ আল জামান ৫ ম শ্রেণিতে অধ্যানরত। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।