খুলনা জেলায় জলবায়ু পরিবর্তন ও মানব পাচারে আন্ত:সম্পর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আওতায় ওয়াদা সংস্থার বাস্তবায়নে আজ সোমবার ৩০শে ডিসেম্বর দিনব্যাপী জলবায়ু পরিবর্তন ও মানব পাচারে আন্ত:সম্পর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটির মাধ্যেমে জলবায়ু পরিবর্তন কিভাবে মানব পাচারকে প্রভাবিত করছে এসবের আন্তসম্পর্কিত বিষয় নিয়ে গঠিত মডিউলের উপড় বিস্তারিত আলোচনা হয়।
খুলনা জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে ওয়াদা সংস্থার প্রোজেক্ট ম্যানেজার মো: আল-আমীন সরদার এর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিতান কুমার মন্ডল অতিরিক্ত জেলা প্রশাসক,খুলনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো:আব্দুল করিম, জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিসুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার, খুলনা। হোসনে আরা তান্নী উপজেলা নির্বাহী অফিসার, বটিয়াঘাটা, খুলনা।
ওয়াদা সংস্থার চেয়ারম্যান এ্যান্ড সিইও নিলুফা আক্তার ইতি সহ অতিথি হিসেবে মহেশ্বর মন্ডল, নেজারত ডেপুটি কালেক্টরেট, আব্দুল মান্নান সিনিয়র সহকারী পরিচালক জেলা মৎস্য অধিদপ্তর, খুলনা, সেলিম সুলতান উপজেলা সিনিয়ার মৎস্য অফিসার,খুলনা, মাসুদুর রহমান সহকারী পরিচালক সমাজ সেবা অধিদপ্তর, তানভীর হায়দার সিনিয়র কেমিস্ট, পরিবেশ অধিদপ্তর, খুলনা রাসেল আহমেদ, সাব এ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বটিয়াঘাটা, শরিফুল ইসলাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বটিয়াঘাটা, ইকবাল হোসেন সহকারী পরিচালক, জেলা জনশক্তি ও কর্মসংস্থান, খুলনা এবং Winrock International এর প্রতিনিধি তানভীর শরীফ।
এসভায় ওয়ার্কশপ ফ্যাসিলিটেড করেন নুশরাত ইসলাম তারিন ও জুনাইদুল ইসলাম, বিসিসিপি, ঢাকা।
এসময় জেলার বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। বাগেরহাট জেলায় প্রকল্পটি কৃষক ও মৎস্যজীবি পরিবারের সদস্য যারা জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ এসব পরিবারের মাঝে উল্লেখ্যযোগ্য মানব পাচারের ব্যাপকতা কমিয়ে আনার বিষয়ে কাজ করছে।