কৈখালী সীমান্তে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে আসছে ধুর গরু ও মাদক।
সাতক্ষীরার জেলার শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্তে চোরা কারবারীরা বেপরোয়া সমাধান চাই সচেতন মহলসহ এলাকাবাসী।
কৈখালী সীমান্ত দিয়ে মাত্র কয়েজন ব্যক্তি চোরাকারবার করে যাচ্ছে । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৈখালী সীমান্ত টহল যোদ্দার ও চোরাইসেন্ডিগেট বন্ধের জন্য বেশ কয়েটি বিজিবি ক্যাম্প তৈরী করেছে । প্রতিটি ক্যাম্পে আছে জনবল ও অস্ত্র । তবে দুঃখের বিষয় এত গুলো বিজিবি ক্যাম্প থাকতে কিভাবে , কাদের সহযোগিতা ও ছত্রছায়ায় কৈখালী সীমান্তে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে প্রতিনিয়ত চোরাই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।প্রতিনিয়ত সীমান্ত দিয়ে মাদক , গরুসহ মানব পাচার হচ্ছে ।
তথ্য অনুসন্ধানে ও এলাকাবাসীর কাজ থেকে জানা যায় মাত্র ৬/৭ জন ব্যক্তির শিখর চিরদিনের জন্য উপড়ে ফেললে কৈখালী সীমান্তে চিরদিনের জন্য বন্ধ হবে গরু মহিষ মানব ও মাদক পাচার । এ সমস্ত চোরা কারবারীদের বিরুদ্ধে একাধিক মামলা ও আছে । গ্রেফতার হলে এরা মনে করে শশুর বাড়ী যাচ্ছি । মাত্র কয়দিন জেল খেটে জামাই বাবুর মত বাড়ীতে আসে ।এ চক্রের সদস্যরা বেপরোয়া হয়ে উঠছে আসলে এদের ক্ষমতার উৎস কোথায় , এটিও খতিয়ে দেখতে হবে প্রশাসন কে এক্ষনি এদের কঠিন শাস্তির আওতায় না আনলে ধ্বংস হবে দেশ , ধ্বংস হবে যুব সমাজ প্রশাসনের মাধ্যমে দ্রুত এদের বিরুদ্ধে কঠোর ভাবে আইনগত ব্যবস্থা গ্রহন করে স্থায়ী সমাধান চাই সচেতন মহলসহ এলাকাবাসী।
কৈখালী বিজিবি ক্যাম্প কমান্ডার বলেন
আমরা এ বিষয়ে খুবই তৎপরতা আছি , এবং নিয়মিত টলের মাধ্যমে অভিযান পরিচালনা করে যাচ্ছি।
(তথ্য অনুসন্ধানে রিপোর্ট চলমান রয়েছে)