শ্যামনগরর উপজেলার কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী, সাহেবখালীতে আদীবাসী মুন্ডাপাড়া এবং একটি এতিমাখানা সহ বিভিন্ন এলকায় বাঘ-বিধবা, প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিতদের মাঝে প্রায় ২শ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মানবিক সংগঠন আল ইত্তিহাদ দ্বীনি ফাউন্ডেশ।
স্বেচ্ছাসেবী সংগঠণ দক্ষিণ কৈখালী একতা যুব সংঘের বাস্তবায়নে আসাদুজ্জামান আসাদের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আল ইত্তিহাদ দ্বীনি ফাউন্ডেশনের এডমিন রফিকুল হাসান, আব্দুল্ল্যাহ আল মামুন, ইসমাইল হেসেন, একতা যুব সংঘের উপদেষ্টা গাজী আবু জাফর, সদস্য আনিছুর রহমান, আব্দুল আলিম সহ আরও অনেকে ৷
উপস্থিত প্রতিনিধিরা এই শীতে গরিব অসহায় মানুষদের একটু উষ্ণতা দিতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।