সাতক্ষীরার শ্যামনগরে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে কৌশিক মন্ডল(১৫) নামের এক কিশোর
রোববার বেলা সাড়ে ১২টার দিকে পিতা-মাতার উপর অভিমান করে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে।
উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। কাঠালবাড়িয়া এ জে মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ুয়া কৌশিক মন্ডল, উত্তম মন্ডলের ছেলে।
কৌশিকের ভাই উৎপুল জানায় হাত খরচের টাকা চাওয়ায় কৌশিককে তার বাবা ও মা রোববার সকালে গালমন্দ করে। ঐ ঘটনার জেরে ঘরে থাকা ধানে ব্যবহারের কীটনাশক পান করে সে। খবর পেয়ে পরিবারের সদস্যরা কৌশিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাকে শ্যামনগর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে, তার চিকিৎসা চলছে আপাতত ভয়ের কিছু নেই।