সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাটি বাজারে দক্ষিণ গোবিন্দপুর প্রভাতী সংঘ কার্যালয়ে এসজিআই-এসএফ এর উদ্যোগে এবং সুনীড় কৃষি উন্নয়ন সমবায় সমিতির আয়োজনে ও সুনীড় যুব উন্নয়ন সংগঠনের সার্বিক সহযোগিতায় দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় সংগঠন টির অস্থায়ী কার্যালয়ে। পবিত্র মাহে রমজান উপলক্ষে সুনীড় সংগঠনের পরিচালক আরাফাত হোসাইনের সভাপতিত্বে। উপস্থিত ছিলেন কাশিমাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ সমশের আলী ঢালী, প্রভাতী সংঘের সভাপতি আরাফাত হোসেন, সুনীড় সংগঠনের সদস্য জাহাঙ্গীর আলম, মোস্তাফিজুর রহমান, শোয়াইব ইসলাম সবুজ, সোহাগ হোসেন, আবির হোসেন সহ সংগঠনের অন্যতম পরামর্শক সামিউল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় অত্র এলাকার অর্ধ শতাধিক দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়। উপস্থিত নেতাকর্মীদের উপস্থিতিতে বক্তব্যে রোজাদারদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে।