গাজীপুরের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় রাসেল মৃধা (২৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রবিবার দুপুর ১১টার দিকে টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কের কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল মৃধা নরসিংদী জেলার পলাশ উপজেলাধীন খানেপুর এলাকার আব্দুল বাছেদ মৃধার ছেলে।
তিনি খানেপুর বাজারের তানিশা টেলিকমের স্বত্বাধিকারী।রাসেল মৃধা তানিশা টেলিকমের জন্য মালামাল ক্রয় করতে মোটরসাইকেল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন। দুপুর ১১টার দিকে টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কের কালীগঞ্জ পৌরসভা এলাকার মূলগাঁও মাদ্রাসার সামনে চৈতর পাড়া রেল ক্রসিং সংলগ্ন পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরা পরিবহনের দ্রুতগামী একটি বাস অন্য একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাসেল মৃধার মৃত্যু হয়। স্থাণীয়রা দ্রুত রাসেল মৃধাকে উদ্ধার করে কালীগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তাকে হাসপাতালে আনার পূর্বেই মৃত্যুবরন করেছে।
এ বিষয়ে কালীগঞ্জে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদেনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই রাসেলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।