শিরোনাম ::
সুন্দরবন প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত বিজিবি’র অভিযানে নয় কোটি টাকার ভারতীয় মালামাল আটক ঝিনাইগাতীতে মাটির কুপে পরে ২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মৃত্যু বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাবলেটসহ মালামাল জব্দ ভূয়া এনজিওর বিরুদ্ধে প্রশাসনের অভিযান, তিন কর্মকর্তা আটক শ্যামনগরে সাজাপ্রাপ্ত আসামি রুহুল কুদ্দুস আটক ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ ‌স্বেচ্ছাসেবক আসাদের বিরু‌দ্ধে মিথ‌্যা সংবাদ ছড়ানোর প্রতিবাদে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ সুন্দরবনে আনুষ্ঠানিক ভাবে মধু আহরণ শুরু ছাত্রলীগ নেতা মোঃ সামিউল ইসলাম মুন্না কে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্যামনগরের সরকারী দিঘির পানি পাইব লাইন স্থাপন করে ব্যক্তিস্বার্থে ব্যবহারের অভিযোগ তারেক রহমানের মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে মানুষের কাছে কেন্দ্রীয় যুবদল নেতা। বংশীপুর বন্ধু মহলের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন শ্যামনগরে পরিবহন কাউন্টারে মোবাইল কোর্ট মানিকগঞ্জ সাংবাদিকের উপর হামলা ছিনতাই সাতক্ষীরায় আবারো ভেঙ্গেছে উপকূলের বাঁধ ঈদ আনন্দ নেই গ্রামবাসীর মনে সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল উদ্ধার সাতক্ষীরা সদরে তাঁতীদলের আহবায়ক কমিটি অনুমোদন পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু আওয়ামীলীগের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে শ্যামনগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় আশার উদ্যেগে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মালামাল জব্দ বলিভিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮০০ মিটার নিচে পড়ে নিহত ৩১ স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলম গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটি গঠন আশরাফ আরেফিন যুগ্ম সদস্য সচিব সাতক্ষীরা’য় পুলিশের কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসির সন্মাননা ভূষিত সদর থানার ওসি শামিনুল হক পাওনা টাকা চাওয়াকে কেন্দ্রকরে ব্যাবসায়ীকে পিটিয়ে জখম সিংড়ায় ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর শ্যামনগরে মহিলা সংস্থার চুরি হওয়া মালামাল ফিরিয়ে দিয়েছে কর্মচারী’রা আলহাজ্ব আব্দুল রাশেদ গাজীর দাফন সম্পন্ন

কালীগঞ্জে শত্রুতার জেরে খায়রুলের মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ৩ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ 

আলোচিত নিউজ ডেক্সঃ
হালনাগাদ : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

কলীগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে খায়রুল আলম (৪১) মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে অন্তত ৩ লক্ষ টাকার মাছ মারা গেছে বলে ভুক্তভোগী দাবি করেছেন। তবে এ ঘটনায় (৭ মার্চ ২০২৪) বৃহস্পতিবার দুপুরে দুই জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন খায়রুল আলম থানার অভিযোগ সূত্রে ও অভিযোগ কারির বক্তব্য অনুযায়ী জানা যায়। একই উপজেলার বন্দীপুর  গ্রামের আলাউদ্দিন আলীর পুত্র সেলিম হোসেন (৩২)  ও ঘেরের পার্শ্ববর্তী বাড়ি সেলিম হোসেনের বোন  শিবপুর গ্রামের রুবিনা খাতুন (৩৬) সাথে একটা ঘেরের ডিট নিয়ে পূর্বের শত্রুতা ছিলো সেই শত্রুতার জের ধরে আমার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করেন। অত্র থানাধীন তেলিখালী মৌজায় আমার খরিকৃত সাড়ে দশ বিঘা ও জনৈক শাহাদাৎ হোসেন এর নিকট হইতে ডিটকৃত পাঁচ বিঘা সম্পত্তি অর্থাৎ সর্বমোট সাড়ে পনের বিঘা সম্পত্তিতে মৎস্য চাষাবাদ করিয়া আসছি। ইতিপূর্বে উক্ত পাঁচ বিঘা সম্পত্তি ১নং বিবাদী সেলিম হোসেন হারিতে চাষাবাদ করে আসছেন। সম্পত্তির মালিকের সহিত ১নং বিবাদী সেলিম হোসের সাথে ঝামেলা হওয়ায় জমি মালিক ১নং বিবাদীর নিকট হইতে সম্পত্তি ফিরিয়ে নিয়া আমাকে ডিটের মাধ্যমে সম্পত্তি প্রদান করেন। সেই হইতে বিবাদীরা আমার সহিত বিরোধ পোষণ করিয়া আমার মৎস্য ঘেরের বিভিন্ন ভাবে ক্ষতি করিবে বলিয়া পাঁয়তারা করিয়া আসিতেছে। ইং-০৩/০৩/২০২৪ তারিখ বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকা হইতে আমি আমার মৎস্য ঘের দেখাশুনা করিয়া বাড়ীতে চলিয়া আসি। পরদিন ইং-০৪/০৩/২০২৪ তারিখ সকাল অনুমান ০৭.৩০ ঘটিকার সময় আমি আমার মৎস্য ঘেরে যাইয়া দেখতে পাই, আমার মৎস্য ঘেরে থাকা বাগদা, হরিণা, ভাঙ্গান, প্যাশশে সহ বিভিন্ন প্রকারের মাছ মরিয়া পানির উপরে ভাসিতেছে এবং আশপাশ হইতে বিষের গন্ধ পাওয়া যাচ্ছে। এতে আমার সম্পূর্ণরূপে সন্দেহ হয়, বিবাদীরা পূর্বের শত্রুতা জের ধরে আমার মৎস্য ঘেরের তিন লক্ষ টাকার মাছ নিধন করেছেন

এবিষয়ে পার্শ্ববর্তী ঘরের মালিক তপন মন্ডল ও হোসেন আলী বলেন সেলিম হোসেন অন্য লোকের জমি ডিট নিয়ে আমাদের পাশেই ঘের করতো কিন্তু জমির মালিকের সাথে বিরোধ হওয়ায় মৎস্য ঘেরটা সেলিম হোসের কাছ থেকে ফিরিয়ে নিয়ে খায়রুল আলমের কাছে ডিট প্রদান করেছেন জমির মালিক। এই শত্রুতার জের ধরে এবং সেলিম হোসেনের বোন রুবিনা খাতুন এর মৎস্য ঘের পাশে থাকায় বিষ প্রয়োগ করতে সুবিধা হয়েছে।এবিষয়ে বিবাদী সেলিম হোসের ব্যবহৃত ফোনে বারবার রিং দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।


এই বিভাগের আরো খবর