গাজীপুরের কালীগঞ্জে পূর্ব শক্রুতার জেরধরে হামলা, ভাংচুর ও জমির ফসলের ক্ষতি করার অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উপজেলার বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া গ্রামে।
থানা সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে রাজিব এর সাথে প্রতিবেশী ছাদম খানের ছেলে মনায়েম খান (৫৫), হযরত আলীর ছেলে ইয়াকুব (৩৪), ইমান খন্দকারের ছেলে কামাল (৩৬) ও সিরাজের ছেলে রাজু (২৬) এর দীর্ঘদিন যাবৎ নানা বিষয়ে বিরোধ চলে আসছিল। গত রবিবার (১১ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে রাজিব স্থাণীয় বক্তারপুর মার্কেট হতে মটরসাইকেল যোগে বাড়ীতে সামনে পৌছলে বিবাদীগণ রাজিবকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এ সময় রাজিব তার ন্যায় সঙ্গত প্রতিবাদ করায় বিবাদীগণ রাজিবকে মারতে উদ্যত হয়। পরে রাজিব দৌড়ে বাড়ীতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে আত্যরক্ষা পায়। এতে বিবাদীগণ ক্ষীপ্ত হয়ে রাজিবের ঘরের ৪টি জানালা কুপাইয়া কাটিয়া ভাঙ্গিয়া প্রায় বিশ হাজার টাকার ক্ষতি সাধন করেন। এ ছাড়াও বিবাদীগণ রাজিবের ঘরের সামনে থাকা চাচাত ভাই মোশারফ হোসেনের পিয়াজ খেত নষ্ট করিয়া প্রায় বিশ হাজার টাকার ক্ষতি সাধন করেন। এ ঘটনায় রবিবার রাতে রাজিব বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং ৫৭০।
এ বিষয়ে কালীগঞ্জ থানার এস আই মো. শামীম বলেন, এ বিষয়ে রাজিব কালীগঞ্জ থানায় ৫৭০ নং সাধারণ ডায়েরী করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।