কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মোর্ত্তজা আহমেদ আহবায়ক এবং পরিমল সরকার কে যুগ্ন আহবায়ক করে কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন উপলক্ষে গত বুধবার (১৪ ডিসেম্বর) বিকাল ৫টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন যুবলীগ কার্যালয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কুশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্নু আহবায়ক মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে এবং যুবলীগের সদস্য কাজী জাহিদ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটির আহ্বায়ক মোর্ত্তজা আহমেদ প্রমূখ।
উক্ত সভায় মোর্ত্তজা আহমেদকে কুশুলিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এবং পরিমল সরকারকে যুগ্ন আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন এবং অনুমোদন করার বিষয়টি কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আহসান এবং সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলো যুগ্ন আহবায়ক মোঃ ময়নুদ্দিন খান (মনি), যুগ্নু আহ্বায়ক মোঃ আবুল কালাম, সদস্য মোঃ সেলিম রেজা (বাবলু), মোঃ হেলাল গাজী, মোঃ আজহারুল ইসলাম, মোঃ আব্দুর রব খান, আমানাতুল্লাহ লিটন, মোঃ মাহফুজুর রহমান, মোঃ নাজমুল হুদা, মোঃ লতিফুর রহমান, মোঃ কামরুজ্জামান বাবু, মোঃ রফিকুল ইসলাম,মোঃ মিয়ারাজ হোসেন, মোঃ আবু সাঈদ,মোঃ নজরুল ইসলাম সরদার,কাজী জাহিদ হোসেন, মোঃ হাফিজুর রহমান, চিরঞ্জিত বিশ্বাস ও মোঃ রেজাউল করিম গাজী। আগামী তিন মাসের জন্য কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটি দেওয়া হয়।