সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠানে উপজেলার চৌকস সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী’র সভাপতিত্বে উপজেলা সমবায় সহকারী পরিদর্শক রমেন্দু বাছাড়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন। পরে সমবায়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।