পারিবারিক কলহের জেরে মোঃ সাইফুল্লাহ শেখ (৩৮) নামের এক ব্যক্তি কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের শংকরপুরে এ ঘটনা ঘটে।
এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসকরা তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ।
দুই সন্তানের জনক সাইফুল্লাহ একই গ্রামের শেখ মোঃ আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সাথে সাইফুল্লাহর ঝগড়া হয়। এসময় সাইফুল্লাহ ঘরে থাকা ধানক্ষেতে ব্যবহার্য কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন।
এদিকে, তার ভাই আব্দুল্লাহ শেখ পারিবারিক
ঝগড়ার বিষয় এড়িয়ে গিয়ে বলেন, আত্মহত্যার উদ্দেশ্যে কীটনাশক পান করে সে। পরিবারের কারও সাথে ঝগড়া কিংবা কারও উপর রাগ বা অভিমানে এমন কাজ করেনি বলেও দাবি করেন তিনি।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সিরুজ্জামান জানান, পাকস্থলী ওয়াশ করার পর আব্দুল্লাহ শেখকে সাতক্ষীরায় স্থানান্তর করা হয়েছে।