কালিগঞ্জের পানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টায় দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা আব্দুল খালেক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা জাতীর মেরুদন্ড, আজকের শিক্ষার্থী আগামী দিনের দেশ ও জাতীর ভবিষ্যৎ। আজকের শিশু শিক্ষার্থীরা লেখা পড়া শেষ করে দেশ ও রাষ্ট্রের কাজে নিজেকে নিয়োজিত রাখবে।
অবিভাকদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা সন্তানকে ঠিক মতো লেখা পড়ায় আগ্রহী হতে হবে। সে ক্ষেত্রে পিতা মাতাদের সন্তানদের দিকে খেয়াল নিতে হবে।
পানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আক্তার খুকুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রকাশ চন্দ্র মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খান মিরাজ হোসেন, মৌতলা ইউনিয়ন চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশেক মেহেদী, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুর রউফ, অবসরপ্রাপ্ত প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ, সাবেক সহকারী শিক্ষিকা রাবেয়া খাতুন, সাবেক ইউপি সদস্য শাকিলা আমিন, ইউপি সদস্য মাহফুজা খাতুন পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক হুমায়ুন কবীর প্রমুখ।
এছাড়া ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকসহ অবিভাবক ও ছাত্র/ ছাত্রী বৃন্দ।
স্কুলের সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েই সবাই পাশ করেন। পাশের হার ১০০%। ফল প্রকাশ অনুষ্ঠান শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্টুডেন্ট এবং বর্ষসেরা শিক্ষক জিয়াউর রহমানকে পুরস্কার এবং স্কুলের দাতা, শিক্ষক ও অতিথিবৃন্দকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল ছাত্র-ছাত্রীরা কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রাম দুর্যোগপ্রবণ এলাকা হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি টেকসই সাইক্লোন সেল্টার নির্মাণের জোর দাবি জানান।