প্রবাসে বসে নিজ দেশের সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছেন আশরাফুল পাভেল। সুদূর কানাডে বসে তৈরি করছেন বাংলা গান। যে গানে আছে আঞ্চলিকতার টান। তারই ধারাবাহিকতায় এবার পাভেল তৈরি করলেন নতুন গান ‘দুবাই শপিং এ যাবো’। এর কথা, সুর-সংগীত ও কন্ঠ দিয়েছেন তিনি নিজেই।
মজার ব্যপার হলো, গানের কথার সঙ্গে মিল রেখে সত্যি সত্যিই কানাডা প্রবাসী এই শিল্পী দুবাই গিয়ে এর শুটিং করেন। দুবাইয়ের ভিন্ন ভিন্ন লোকেশনে চিত্রায়ন করা এই গানের ভিডিওতে অংশ নিয়েছেন লেবাননের জনপ্রিয় মডেল লিওয়া খাওয়াসি এবং ভারতের অভিনেত্রী শাইল শর্মা। সিনেমাটোগ্রাফী করেছেন অরুণ পাঠক।
আশরাফুল পাভেল বলেন, ‘গানের অডিও করার পর মনে হলো, গানটি ভিডিও দুবাইতে গিয়ে করলেই পারফেক্ট হবে। যেই ভাবা সেই কাজ। কানাডা থেকে পুরো ভিডিও টিম নিয়ে আমরা দুবাই গিয়ে দুদিন শুটিং করে গানটি শেষ করেছি। অন্য রকম এক অভিজ্ঞতা। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’