সাতক্ষীরার কলারোয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০টায় কলারোরা পৌর সদরের জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে ফেস্টুন বেলুন উড়িয়ে প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া খেলোয়াড়দের নিয়ে খেলার উদ্বোধন করে প্রধান অতিথি কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস।
উপজেলা শিক্ষা কর্মকর্তা এইচএম রোকনুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে খেলার প্রথম অর্ধে ঝাঁপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম খোর্দো সরকারি প্রাথমিক বিদ্যালয় এর বালক ফুটবল একাদশের খেলা অনুষ্ঠিত হয়। খেলা শুরুর ছয় মিনিটে খোর্দো সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশের ইয়াসিন আরাফাত প্রথম গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। হাফটাইমের পরে খোর্দো ফুটবল একাদশ ২ ঝাঁপাঘাট ১ গোলে হারিয়ে বালক দলের খেলা শেষ হয়। এরপর দিনব্যাপী ছয়টি দলের বালক ও বালিকাদের খেলা অনুষ্ঠিত হয়। আগামী বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকাল ৪টার সময় জিকেএমকে ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানান উপজেলা ক্রীড়া কতৃপক্ষ।
খেলাটি ধারাভাষ্য হিসেবে ছিলেন মাস্টার শেখ শাহজাহান আলী শাহীন ও আব্দুল ওহাব মামুন। খেলা পরিচালনার রেফারী হিসেবে মাঠে দায়িত্ব ছিলেন সাইফুল ইসলাম, সাজেদুল করিম তপু, রুহুল আমিন, কামরুজ্জামান বাবু, আসাদুল ইসলাম, মোমিনুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক এডভোকেট শেখ কামাল রেজা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাসুদুর রহমান, মন্ডল মধুসূদন, আশিকুজ্জামান, রবিশঙ্কর দেওয়ান, হারুন অর রশিদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, উপজেলা ক্রীড়া প্রেমি ব্যক্তিবর্গ প্রমূখ।