এসএসসি ও সমমান পরীক্ষার ফলে যশোর বোর্ডে ৯৭ দশমিক ৩৮ শতাংশ পাস নিয়ে শীর্ষে অবস্থান করছে সাতক্ষীরা জেলা। যশোর বোর্ডে ৯৫ দশমিক ১৭ ভাগ শিক্ষার্থী পাস করেছে। এ বোর্ডের অধীন খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে এবার সর্বোচ্চ পাসের হার নিয়ে শীর্ষস্থান দখল করেছে সাতক্ষীরা জেলা।
সোমবার (২৮ নভেম্বর) বোর্ডের প্রকাশিত ফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।
তথ্যানুযায়ী, যশোর বোর্ডে দ্বিতীয় অবস্থানে রয়েছে যশোর জেলা। এ জেলা থেকে ৯৫ দশমিক ৭৭ ভাগ শিক্ষার্থী পাস করেছে। বোর্ডে তৃতীয় অবস্থানে থাকা খুলনা জেলার ৯৫ দশমিক ৭৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। চতুর্থ স্থানে কুষ্টিয়া জেলার পাসের হার ৯৫ দশমিক ৪১ শতাংশ। পঞ্চম স্থানে বাগেরহাট জেলার পাসের হার ৯৫ দশমিক ২৮ শতাংশ। ষষ্ঠ অবস্থানে থাকা চুয়াডাঙ্গা জেলার পাসের হার ৯৪ দশমিক ৭০ শতাংশ। সপ্তম স্থানে মেহেরপুর জেলার পাসের হার ৯৪ দশমিক ৩৩ শতাংশ। অষ্টম স্থানে মাগুরা জেলার পাসের হার ৯৩ দশমিক ৭৬ শতাংশ। এ ছাড়া নবম অবস্থানে থাকা ঝিনাইদহ জেলার পাসের হার ৯৩ দশমিক ৫৯ শতাংশ।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর যশোর বোর্ডে মোট ১ লাখ ৬৯ হাজার ৫০১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬১ হাজার ৩১৪ জন। পাসের হার ৯৫ দশমিক ১৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩০ হাজার ৮৯২ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে। পাশাপাশি এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা প্রায় দ্বিগুণ।