এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দিবস পালিত হয়েছে। রবিবার (২৬শে মার্চ) দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন, আলোচনা সভা, সঙ্গীত, কবিতা-ছড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনষ্ঠিত হয়। আলোচনা সভায় এমজেএফ’র নির্বাহী পরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের দাতা সদস্য ও নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনিছুজ্জামান খোকন। সহকারী শিক্ষক এটিএম শাহ আলম সিদ্দিকী শাহিনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক রাকিবা ইয়াসরিন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাংবাদিক আব্দুস সালাম, শিক্ষক আরিফুল ইসলাম, আরিফ হোসেন, সাদ্দাম হোসেন, হাফেজ মঈনুল ইসলাম, উম্মে শাখওয়া শারমিন রানী, রহিমা খাতুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন । পরে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।