আগত দর্শক উপস্থিতিদের মাঠে প্রবেশের জন্য ফ্রি লটারি দেওয়া হবে। উপস্থিতি দর্শকদের আকর্ষণীয় পুরষ্কার রয়েছে। মসদই গ্রামবাসী ও আয়োজন কমিটির সদস্য কেউ অংশ নিতে পারবেন না।
প্রিয় সকল ক্রীড়ামোদী
কোনো ধরনের প্রতিকূলতা বা বৈরি আবহাওয়া না থাকলে..
আসছে ১৮-০২-২০২৩ খ্রীঃ রোজ শনিবার, সকাল ১১ ঘটিকায় ঐতিহ্যবাহী মসদই প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মসদই গ্রামবাসীর উদ্যোগে, টেপ টেনিসের সর্ববৃহৎ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ঐতিহাসিক শহীদ শেখ ফজলুল হক মনি ক্রিকেট টুর্নামেন্ট এর সেই কাঙ্খীত গ্র্যান্ড ফাইনাল আর মাএ কয়েকটি প্রহরের অবসান ঘটিয়ে চলে আসবে আপনাদের সন্নিকটে।
টেপ টেনিসের ফ্যান ফলোয়াররা কখনো দেখেনি, ভাবেনি,,দিমাক দিয়ে কল্পনাও করেনি এমন সব অত্যাধুনিক আয়োজন নিয়ে আসছে এবারের আয়োজন।যার সাক্ষী হতে চলছে বিশ্ব টেপ টেনিসের লাখো লাখো ক্রিকেট প্রেমীরা।
উক্ত ফাইনালে যে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
এক পক্ষে রয়েছে টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট
আগতারাইল_স্পোর্টিং_ক্লাব
অপর পক্ষে মোকাবিলা করছে শিরোপার অন্যতম দাবিদার
নিউহাম_গ্লাডিয়েটরস_ক্রিকেট_ক্লাব
বাংলাদেশের সর্ববৃহৎ টুর্নামেন্টটির জমকালো আয়োজনের ফাইনাল ম্যাচটি হাতছাড়া করতে না চাইলে সবান্ধব উপস্থিত হউন মসদই, মির্জাপুর, টাংগাইলে।
মসদই টুর্নামেন্টের এর পাশে থাকুন, খেলা দেখুন,খেলোয়াড় ভাইদের উৎসাহিত করুন।
বিশেষ আকর্ষণঃ মনোরম ফিল্ড কালারিং, নয়নাভিরাম ডিপপ্লে, বাংলাদেশ জাতীয় দলের তারকাকচিত খেলোয়াড়, জাতীয় ধারাভাষ্যকার, জাতীয় প্রেজেন্টার, আই.সি.সি. প্যানেল ভুক্ত আম্পায়ার এবং থার্ড আম্পায়ার এর সু-ব্যাবস্থা ব্যাবস্থা রয়েছে।
বিঃদ্রঃ বাংলা টিভি চ্যালেনে খেলাটি সরাসরি সম্প্রচারিত হবে।