উপকূলীয় প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ ঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার শ্যামনগর উপজেলার ব্যুরো প্রধান ও সভাপতি শ্যামনগর রিপোর্টার্স ক্লাব এবং শ্যামনগর সামাজিক সেচ্ছাসেবী সংগঠন সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক সংবাদকর্মী গাজী আল ইমরান এর জন্মদিন পালিত হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) বিকাল ৬টায় বুড়িগোয়ালিনী উপকূলীয় প্রেসক্লাবের কার্যালয়ে শুভ জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বুড়িগোয়ালিনী নৌ থানার ইনচার্জ সাখাওয়াত হোসেন , উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আল-হুদা মালী, ক্যাশিয়ার বিভাস মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাহেব রেজা, উৎপল কুমার মন্ডল, সদস্য জুলেট হোসেন জিয়াউর রহমান (জিয়া)। শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সম্পাদক সরদার আমজাদ হোসেন (মিঠু), সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, যুগ্ন-সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ রুবেল, বিজয় মন্ডল, সিডিও সদস্য আল মামুন প্রমূখ।
এছাড়াও জন্মদিনের অনুষ্ঠানে সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। গাজী আল ইমরান বলেন, সকলে উনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ফোনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। শ্যামনগর সাতক্ষীরা প্রিয়মুখ সংবাদকর্মী বিভিন্ন সংগঠন আমাকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।