সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ২০২২-২৩ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্নসাতক্ষীরার শ্যামনগরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ জুন) বিকাল ৪ টায় গাবুরা ইউনিয়নের চাঁদনী মুখা খেয়া ঘাটে,
গাবুরা ইউনিয়ন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন গাবুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম রবিউল ইসলাম।
গাবুরা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম রবিউল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশের শেষপ্রান্তে গাবুরা ইউনিয়নের গরিব মানুষের জন্য ঈদের উপহার পাঠিয়ে দিয়েছে । যাতে করে অনাহারে ঈদ না করতে হয় তার ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ঘাবরায় ইউনিয়নবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এ সময় তিনি প্রধানমন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া চান । এ সময় উপস্থিত ছিলেন কৃষকলীগের সভাপতি শেখ আমির আলী উপজেলা সাবেক ছাত্রনেতা ডাঃ মনিরুল ইসলাম সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও ওয়ার্ড আওয়ামীলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সুধীজন উপস্থিত ছিলেন।
১৪ শত পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়।