বাংলাদেশ ছাত্রলীগ আশাশুনি উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করায় আশাশুনিতে বিশাল আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) বেলা ১১.৩০ টায় উপজেলা সদরে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের আয়োজনে নতুন কমিটি ঘোষণা করায় গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস এম আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেনকে ধন্যবাদ
ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্রেক্স এর সামনে থেকে শুরু করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ও উপজেলা পরিষদের সামনে হয়ে জনতা ব্যাংক মোড়ে গিয়ে পথ সভায় মিলিত হয়। নব গঠিত কমিটির সভাপতি রাসেল হোসেনের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান আশিক। নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিঠুন ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান, ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মনিরুজ্জামান বিপুল, কৃষকলীগ সভাপতি রাশেদ সরোয়ার শেলী, তাঁতীলীগ সভাপতি হুমায়ুন কবির রাসেল, জেলা যুব মহিলালীগ সেক্রেটারী সীমা সিদ্দিকী, খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দিপু প্রমুখ বক্তব্য রাখেন। সবশেষে মিষ্টি বিতরণ করা হয়।