আশাশুনি সদর ইউনিয়নের কুলছুমিয়া এতিমখানায় হাফেজ ছাত্রদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। শুক্রবার বাদ জুম’আ শীতলপুর কুলছুমিয়া এতিমখানা চত্বরে এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আকরাম হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এ পোশাক বিতরণ করা হয়। পোশাক বিতরণ কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোঃ মোমিনুল ইসলাম পিপিএম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, আজিজুল ইসলাম, এতিমখানার প্রতিষ্ঠাতার পুত্র তাহিয়ান হোসেন ত্বহা, এতিমখানার সেক্রেটারী মনিরুল ইসলাম, হাফেজ আছাদুল ইসলাম, আমিরুল হোসেন, আব্দুল হক গাজী, আজম সরদার প্রমুখ। এ সময় হাফেজ ছাত্রদের মাঝে পোশাক, টুপি, আতর ও নগদ টাকা বিতরণ করা হয়।