গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হারুন-অর-রশীদ এবং জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার সাংবাদিক মো. আনোয়ারুল ইসলামের মামা, সমাজসেবক আলহাজ্ব আব্দুল রাশেদ গাজীর দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ২টায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার নামাজের পর মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। জানাজার নামাজ শেষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গোয়ালপাতয় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সমাজসেবায় নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুল রাশেদ গাজী কর্মজীবনে জনতা ব্যাংকে কর্মরত ছিলেন। তিনি একাধিক সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং এলাকাবাসীর কাছে একজন সজ্জন ও পরোপকারী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জানাজায় উপস্থিত ছিলেন রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীম আল রাজী টোকন, গড়ুই মহল গাজীপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু বক্কর সিদ্দিক, শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মাওলানা ফইজুল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা আব্দুল মাজেদ। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়ার আহ্বান জানানো হয়েছে।