দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে খুলনার ডিসি-এসপিকে।
হরি ও ভদ্রা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে নির্দেশ না মানায় আদালত অবমাননার অভিযোগে খুলনার ডিসি-এসপিসহ পাঁচজনের বিরুদ্ধে রুল দিয়েছে হাই কোর্ট।
এক আবেদনের শুনানি করে মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই আদেশ দেয়।
খুলনার ডিসি-এসপির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা রুলে জানতে চাওয়া হয় বলে আবেদনকারী আইনজীবী মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।
দুই সপ্তাহের মধ্যে খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, জেলা পুলিশ সুপার মাহবুব হাসানকে এই রুলের জবাব দিতে হবে।
খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম, ডুমুরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান, ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলামকেও রুলের জবাব দিতে বলা হয়েছে।
সোমবার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আদালত অবমাননার এই আবেদন দাখিল করেন আইনজীবী মনজিল মোরসেদ।