আগামী দুই সপ্তাহের মধ্যে সারাদেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন মনজিল মোরসেদ, পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আমাতুল করিম আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
এর আগে পরিবেশ অধিদপ্তর থেকে বায়ু দূষণ রোধে কী কী কাজ করেছেন তা তুলে ধরেন প্রতিষ্ঠানটির পক্ষের আইনজীবী। পরে আদালত আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেন। এ বিষয়ে আগামী ২২ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ঠিক করে দেন।
এর আগে গত ৩১ জানুয়ারি উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে ঢাকার বায়ু দূষণে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা জানাতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশ অনুযায়ী রবিবার প্রতিবেদন দাখিল করা হয়।
ঢাকার বায়ু দূষণ রোধে উচ্চ আদালতের ৯ দফা নির্দেশনা বাস্তবায়নের নির্দেশনা চেয়ে ৩০ জানুয়ারি হাইকোর্টে আবেদন করেন আইনজীবী মনজিল মোরসেদ।
এ আইনজীবী বলেন, কয়েক দিন ধরে রিপোর্ট হচ্ছে, বিশ্বের সর্বোচ্চ বায়ু দূষণকারী শহর হচ্ছে ঢাকা। বায়ু দূষণে ঢাকার এই অবস্থান ধারাবাহিক হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এটি যদি অব্যাহত থাকে তাহলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। যেটা দিল্লীতেও করা হয়েছিল। কিন্তু আমাদের এখানে কারো কোনো খবর নাই। এ কারণে বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছি।