অবৈধ দোকানঘর নির্মানে হচ্ছে আপনার সমস্যা কি? বললেন মুন্সীগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা কামাল হোসেন ৷ শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের ভূমি কর্মকর্তা কামাল হোসেনের বিরুদ্ধে পেরিফেরি জায়গায় অবৈধ ভাবে ঘর নির্মানের সহযোগিতার অভিযোগ উঠেছে ৷
জানাগেছে যে, ছোট ভেটখালী গ্রামের হরিনগর বাজারের ঔষধের দোকানদার গোরা চাঁদ পেরিফেরি জায়গায় অবৈধ ভাবে দোকান পূননির্মান কাজ করেন ৷ সংস্কার ও চান্দিনা লাইসেন্স ছাড়া দোকানঘর নির্মান করায় মুন্সীগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কামালকে অবগত করলে তিনি রেগে গিয়ে বলেন, অবৈধ দোকান ঘর হচ্ছে তাতে আপনার কি সমস্যা ?
অভিযোগ উঠেছে গোরা চাঁদের কাছ থেকে অর্থ নিয়ে অবৈধ স্থাপনা নির্মানের সহযোগিতা করছেন ৷ গত ৩ আগস্ট ২০২৩ তারিখে একুই বাজারে হরিনগর গ্রামের সফেদ আলী গাজীর ছেলে আব্দুর রশিদ অবৈধভাবে দোকানঘর নির্মান করেন ৷ তথ্যনুসন্ধানে জানাযায় যে, সেখান থেকে মুন্সীগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কামাল মোটা অংকের টাকা নিয়ে অবৈধ স্থাপনা নির্মানের সহযোগিতা করেছিলেন ৷
এ ছাড়াও নানা বিষয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে কামাল হোসেনের বিরুদ্ধে ৷
শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান
বলেন, বিষয়টি অবগত হয়েছি ৷ যদি অবৈধ হয়ে থাকে অবশ্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো