রূপকল্প ২০২১ বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব এবং মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদের সার্বিক দিক নির্দেশনায় এগিয়ে যাচ্ছে দেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০২১ বাস্তবায়নে স্থানীয় উদ্ভাবন উপস্থাপন, উদ্ভাবনী সংস্কৃতি তৈরি, সময়, খরচ ও যাতায়াত কমিয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া সহ সকল শ্রেণীর পেশার মানুষের ডিজিটাল সেবা-সুবিধা প্রাপ্তির বিষয়ে ব্যাপক প্রচার ও প্রচারণা প্রয়োজন।
একটি সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার নানাবিধ উদ্যোগের অংশ হিসেবে দেশব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২’ আয়োজন করা হয়েছে।
সাতক্ষীরা জেলায় ১২-১৩ নভেম্বর ২০২২ দুই দিনব্যাপী সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রাঙ্গনে ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২’ উদযাপন করা হচ্ছে। মেলা প্রাঙ্গণের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের স্টল হতে সরাসরি জনসাধারণের জন্য ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। মেলাটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এবং মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে উদযাপন করা হচ্ছে।শনিবার সকাল ১০ টায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর শুভ উদ্বোধন করেন সাতক্ষীরার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির। তার আগে মেলায় অংশগ্রহণকারী সকল স্টল ঘুরে দেখেন অতিথি বৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান, সিভিল সার্জন সবিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রেজা রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান সহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।