শিরোনাম ::
সুন্দরবন প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত বিজিবি’র অভিযানে নয় কোটি টাকার ভারতীয় মালামাল আটক ঝিনাইগাতীতে মাটির কুপে পরে ২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মৃত্যু বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাবলেটসহ মালামাল জব্দ ভূয়া এনজিওর বিরুদ্ধে প্রশাসনের অভিযান, তিন কর্মকর্তা আটক শ্যামনগরে সাজাপ্রাপ্ত আসামি রুহুল কুদ্দুস আটক ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ ‌স্বেচ্ছাসেবক আসাদের বিরু‌দ্ধে মিথ‌্যা সংবাদ ছড়ানোর প্রতিবাদে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ সুন্দরবনে আনুষ্ঠানিক ভাবে মধু আহরণ শুরু ছাত্রলীগ নেতা মোঃ সামিউল ইসলাম মুন্না কে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্যামনগরের সরকারী দিঘির পানি পাইব লাইন স্থাপন করে ব্যক্তিস্বার্থে ব্যবহারের অভিযোগ তারেক রহমানের মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে মানুষের কাছে কেন্দ্রীয় যুবদল নেতা। বংশীপুর বন্ধু মহলের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন শ্যামনগরে পরিবহন কাউন্টারে মোবাইল কোর্ট মানিকগঞ্জ সাংবাদিকের উপর হামলা ছিনতাই সাতক্ষীরায় আবারো ভেঙ্গেছে উপকূলের বাঁধ ঈদ আনন্দ নেই গ্রামবাসীর মনে সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল উদ্ধার সাতক্ষীরা সদরে তাঁতীদলের আহবায়ক কমিটি অনুমোদন পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু আওয়ামীলীগের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে শ্যামনগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় আশার উদ্যেগে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মালামাল জব্দ বলিভিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮০০ মিটার নিচে পড়ে নিহত ৩১ স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলম গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটি গঠন আশরাফ আরেফিন যুগ্ম সদস্য সচিব সাতক্ষীরা’য় পুলিশের কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসির সন্মাননা ভূষিত সদর থানার ওসি শামিনুল হক পাওনা টাকা চাওয়াকে কেন্দ্রকরে ব্যাবসায়ীকে পিটিয়ে জখম সিংড়ায় ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর শ্যামনগরে মহিলা সংস্থার চুরি হওয়া মালামাল ফিরিয়ে দিয়েছে কর্মচারী’রা আলহাজ্ব আব্দুল রাশেদ গাজীর দাফন সম্পন্ন

বিশ্বকাপে আর্জেন্টিনার ২৬ সদস্যের জার্সি নম্বর প্রকাশিত

আলোচিত নিউজ ডেক্স
হালনাগাদ : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

গত বছরের কোপা আমেরিকা থেকে জয়ের ধারায় রয়েছে দলটি। টানা ৩৫ ম্যাচে অপরাজিত লিওনেল মেসির দল। যা ফিফা র‌্যাঙ্কিং তিনে নিয়ে এসেছে

২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা।

তার আগে আর্জেন্টিনার সংবাদমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তেতে বিশ্বকাপে দলের খেলোয়াড়দের জার্সি নম্বর প্রকাশিত হয়। যেখানে অবশ্যই আইকনিক ১০ নম্বর জার্সিটি অধিনায়ক লিওনেল মেসি পরবেন। মেসির মতো পাওলো দিবালা ও অ্যাঞ্জেল ডি মারিয়ার জার্সি নম্বরও অপরিবর্তিত রয়েছে। যথাক্রমে ২১ এবং ১১।

মার্কোস আকুনা ও নিকোলাস তাগলিয়াফিকো কাতারের মাঠে নামবেন জার্সির পেছনে যে নম্বরটি ছিল রাশিয়া বিশ্বকাপের দলে।

কোচ লিওনেল স্কালোনি ছাড়া বাকি সবার জার্সি নম্বর পরিবর্তন করেছেন। অর্থাৎ, রাশিয়া বিশ্বকাপের সাথে আর্জেন্টিনার ২৬ সদস্যের দলের মাত্র ৫টি জার্সি নম্বর মিল রয়েছে।

দলের প্রধান গোলরক্ষক অ্যামি মার্টিনেজ ২৩ নম্বরে পরবেন। এটা তার লাকি নাম্বার। বাকি দুই গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানির ১ নম্বর জার্সি এবং জেরোনিমো রুলির ১২ নম্বর জার্সি পরবেন।

সেন্টার ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো এবং ওটামেন্ডির জার্সি নম্বর যথাক্রমে ১৩ ও ১৯। রাইটব্যাক মোলিনা ২৬ নম্বর বেছে নিয়েছেন।

আরও দুই রাইটব্যাক লিসান্দ্রো মার্টিনেজ এবং জুয়ান ফেইথ ২৫ এবং ২ নম্বর জার্সি পরেন। মিডফিল্ডের হৃদয় হল রদ্রিগো ডি পলের জার্সি নম্বর ৭। বিশ্বকাপে আর্জেন্টিনার

বিশ্বকাপে আর্জেন্টিনার দলের ২৬ সদস্যের জার্সি নম্বর

ফ্রাঙ্কো আরমানি – জার্সি নম্বর ১,

জুয়ান ফয়থ – ২,

নিকোলাস তাগলিয়াফিকো – ৩,

গঞ্জালো মন্টিয়েল -৪

লিয়েন্দ্রো পেরেদেস – ৫

গ্যাস্টন পেজেলা – ৬,

রদ্রিগো ডি পল – ৭,

মার্কোস অ্যাকুনা – ৮,

জুলিয়ান আলভারেজ -৯,

লিওনেল মেসি -১০,

অ্যাঞ্জেল ডি মারিয়া-১১,

জেরোনিমো রুলি -১২,

ক্রিস্টিয়ান রোমেরো-১৩,

এক্সকুয়েল প্যালাসিওস -১৪,

নিকোলাস গঞ্জালেজ -১৫,

জোয়াকিন কোরেয়া- ১৬,

আলেজান্দ্রো গোমেজ -১৭,

গুইডো রদ্রিগেজ- ১৮,

নিকোলাস ওটামেন্ডি -১৯,

অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার – ২০,

পাওলো দিবালা – ২১,

লাউতারো মার্টিনেজ -২২,

এমিলিয়ানো মার্টিনেজ -২৩,

এনজো ফার্নান্দেজ -২৪,

লিসান্দ্রো মার্টিনেজ ২৫,

নাহুয়েল মোলিনা -২৬

 


এই বিভাগের আরো খবর