“বাঘের সংখ্যা বৃদ্ধি , সুন্দরবনের সমৃদ্ধি ” প্রতিপাদ্যকে সামনে রেখে বাঘ মানুষের দ্বন্দ নিরসন ও বাঘ এবং বাঘের শিকার প্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, সাতক্ষীরা রেঞ্জ , সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনার আয়োজনে ২৯ শে জানুয়ারী ( বৃহস্পতিবার ) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের সাহেবখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম শাহিদ । এ সময় উপস্থিত ছিলেন সীমান্তবর্তী প্রেস ক্লাবের সভাপতি মাহবুব খোকন, সাহেবখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফ বিল্লাহসহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ । অনুষ্ঠানে চিত্রাঙ্গন প্রতিযোগিতা বিজয়ী দশ জনের মাঝে পুরুস্কার বিতরন করা হয় ।